গাজীপুরের টঙ্গীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রী আটক
মঙ্গলবার (১৮ মে) গাজীপুরের টঙ্গীতে গৃহকর্মী শিশু নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রী কে আটক করেছে জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানা পুলিশ । সকালে টঙ্গীর মিলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেফতার দেলোয়ার (৪০) ও জেসমিন (৩৫) দম্পতি ওই এলাকায় আবু শাকেরের বাড়িতে ভাড়া থাকেন। অন্যদিকে নির্যাতিতা শিশু ফারজানা আক্তার মিম (৯) নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রাঞ্ছারামপুরের মো. আনিসুর রহমানের মেয়ে।
নির্যাতিতার বাবা মো. আনিসুর রহমান বলেন,প্রায় দেড় বছর আগে মেয়েকে দেলোয়ার-জেসমিন দম্পতির বাসায় কাজে দেই। লেখাপড়া শেখানোর কথা থাকলেও তারা মেয়েকে দিয়ে বাসার সব কাজ করাতেন। কাজে সমস্যা হলেই তার ওপর চলতো শারীরিক ও মানসিক নির্যাতন।
তিনি আরও বলেন, মেরে আমার মেয়ের দাঁত ও কোমরের হাড় ভেঙে দিয়েছে। মাথায়ও আঘাত চিহ্ন রয়েছে।ওই দম্পতি মেয়ের গোপনাঙ্গে মরিচের গুঁড়াও দিয়েছে বলে সে আমাকে জানিয়েছে। নির্যাতনে মেয়েটির শারীরিক অবস্থা খারাপ হলে তারা ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে আমার গ্রামের বাড়ির পাশে রেখে চলে যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সূত্রধর বলেন,অভিযোগ পেয়ে ভিকটিমকে সঙ্গে নিয়ে ওই দম্পতিকে আটক করা হয়েছে। জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, নির্যাতিত শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।